অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় হামলা চালিয়ে একদিনে ৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। তাদের মধ্যে সাংবাদিক, নারী ও শিশুরাও রয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনভর নির্বিচারে বিমান হামলা ও গোলাবর্ষণে গাজ্জা সিটির বিভিন্ন ভবন মাটির সাথে মিশিয়ে দিয়েছে দখলদার বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভোর থেকে শুরু হওয়া হামলায় ৫০ জনেরও বেশি শহীদ হন।
তাদের মধ্যে সাংবাদিক মোহাম্মদ আল-কুফি, আল-আকসা টিভির সম্প্রচার প্রকৌশলী আয়মান হানিয়ে ও সাংবাদিক ইমান আল-জামিলির নাম উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যম।
নাসের মেডিক্যাল কমপ্লেক্স জানিয়েছে, খাদ্য সাহায্যের অপেক্ষায় থাকা অবস্থায় ইসরাইলি গুলিতে দক্ষিণ খান ইউনিসে আরো পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ পর্যন্ত গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৫ জনে, যার মধ্যে ১২৫ শিশু রয়েছে।