ইয়েমেনের বন্দর নগরী আল হুদাইদাহ বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপসাগরীয় আরব রাষ্ট্রটির গণমাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়।
ইয়েমেনের একাংশে স্বাধীন সরকার গঠন করা সশস্ত্র গোষ্ঠী হুথিদের টেলিভিশন চ্যানেল আল মাসিরাহতে জানানো হয় যে, মার্কিন মদদে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া জায়োনিস্ট ইসরাইল তাদের বন্দর নগরী আল হুদায়দাহতে বিমান হামলা চালিয়েছে।
আরো জানানো হয় যে, হুথিদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরাইলী বিমান বাহিনীর হামলার শিকার হয়েছে। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রটি বন্দর নগরীর সামরিক অবকাঠামো লক্ষ্য করে ১২টি হামলা চালিয়েছে।
ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইল ও ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে যাওয়া সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
সংবাদমাধ্যমের তথ্যমতে, বন্দর খালি করার একটি সতর্ক বার্তা জারির পরপরই হামলা করে বসে ইহুদিবাদী সেনারা। সতর্ক বার্তায় অবৈধ রাষ্ট্রটির সেনাবাহিনী লোকজন ও নোঙর করা জাহাজগুলোকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিলো।
এর আগে গত মাসেও দেশটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছিলো রক্ত খেকো অবৈধ রাষ্ট্রটি। রাজধানী সানায় হামলা চালিয়ে ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমাদ আর-রাহাবি ও ৯ জন মন্ত্রী সহ হুথিদের ২২ জন শীর্ষ নেতাকে হত্যা করেছিলো।
সূত্র: আনাদোলু