মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: শামসুজ্জামান দুদু

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, গণতান্ত্রিক স্বাধীনতা বিপন্ন হবে। তাই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময়, বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর বাজারে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন।

দুদু বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এই নির্বাচনে সাধারণ জনগণ, শ্রমিক ও মেহনতি মানুষদের সঙ্গে নিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।’

তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ঐক্য ছাড়া কোনোভাবে বিজয় সম্ভব নয়। বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৬ বছর ধরে বিএনপি ও নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালানো হয়েছে। এখন আর চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী দিয়ে রাজনৈতিক বিজয় আনা সম্ভব নয়। জনগণের ভালোবাসা, শিক্ষা, অভিজ্ঞতা আর কৌশল দিয়েই বিজয় নিশ্চিত করতে হবে।’

spot_img
spot_img

এই বিভাগের

spot_img