ভারতের উত্তরপ্রদেশের সামাজিক মাধ্যমে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ করায় ২০০ মুসলিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মুসলিম মিরর।
জানা গেছে, ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যেমে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা করে কৃষ্ণ কেশব দীক্ষিত নামে এক ব্যক্তির মাধ্যমে ১২ সেপ্টেম্বর শেয়ার করা হয়।
প্রতিবাদকারীরা সদর বাজার পুলিশ স্টেশনের বাইরে জমায়েত হয়ে অভিযুক্তের গ্রেফতার দাবী করেন। পুলিশ ওই দিনই অভিযুক্তকে গ্রেফতার করে এবং তাকে ধারা ২৯৫এ ও ১৫৩এ অনুযায়ী দায়ের করে, যা ধর্মীয় অনুভূতিকে আঘাত করার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের আওতায় আসে।
পরের দিন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-কে একটি স্মারকলিপি জমা দেন এবং অভিযুক্তকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী মামলা করার দাবি জানান। এরপর হিন্দু গোষ্ঠীর পক্ষ থেকে একটি কনটার প্রতিবাদ অনুষ্ঠিত হয়। পুলিশের পক্ষ থেকে মুসলিমদের প্রতিবাদের কারণে ২০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, ধারা ১৯১(২), ৫৪, ৫৭, ৩২৪(৫), ১২৬ ইত্যাদির আওতায়।
সূত্র: মুসলিম মিরর