লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়।
তারা জানায়, হিজবুল্লাহ নিজেদের পুনর্গঠনের চেষ্টা চালানোয় লেবানের কয়েকটি জায়গায় হামলা চালানো হবে।
ইসরাইলি সেনাবাহিনীর আরবী মুখপাত্র কর্ণেল আভিচায় আদ্রির এক্সে দেওয়া বিবৃতিতে বলেন, “দক্ষিণ লেবাননের বাসিন্দাদের প্রতি জরুরি বার্তা। হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এখানে হামলা চালানো হবে। কারণ তারা এই অঞ্চলে তাদের কার্যক্রম পুনরায় চালানোর চেষ্টা করছে।”
সূত্র: আল-জাজিরা