জুলাই বিপ্লব পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনামলে র্যাবের কিছুটা দুর্নাম থাকলেও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে র্যাব তার কার্যক্রমের মাধ্যমে জনগণের সুনাম ও প্রশংসা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব হেডকোয়ার্টারে র্যাবের অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, র্যাবকে অতীত ভুলে গিয়ে নতুন উদ্যমে কাজ করতে হবে। সাম্প্রতিক সময়ে র্যাবের উল্লেখযোগ্য সাফল্য হলো, মাদক দমন ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখা।
তিনি বলেন, আমরা মাদকের বাহকদের ধরছি কিন্তু গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তাই মাদকের গডফাদারদের আটকে র্যাবকে ভূমিকা রাখতে হবে। তাছাড়া লুট হওয়া বেশিরভাগ অস্ত্র উদ্ধার হলেও বেশ কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। এসব অস্ত্র উদ্ধারেও র্যাবকে প্রধান ভূমিকা রাখতে হবে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলেও নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তঃকোন্দল ও সহিংসতা বাড়তে পারে। তাছাড়া পতিত স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। তাই এখন থেকেই র্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি এ সময় মারণাস্ত্র ব্যবহারের বিষয়েও র্যাব সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।