শুক্রবার | ১৯ সেপ্টেম্বর | ২০২৫

আমরা নারীদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: আফগানিস্তান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে তারা নারীদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং গত চার বছরে এ ক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরটিএ।

মন্ত্রণালয় এর তথ্য অনুযায়ী, শুধু গত তিন মাসেই নারীদের অধিকার সম্পর্কিত ৩৮২টি মামলা সমাধান করা হয়েছে। এসব মামলার মধ্যে জোরপূর্বক বিবাহ, গার্হস্থ্য সহিংসতা, মহর, উত্তরাধিকার, গৃহবন্দি অবস্থা ও অনুরূপ অন্যান্য ঘটনা অন্তর্ভুক্ত ছিল। এগুলোর প্রতিরোধ করা হয়েছে এবং নারীদের অধিকার সংরক্ষিত হয়েছে।

কাবুল শহরে নারীদের বিনা কারণে নারীদের গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে মন্ত্রণালয় বলেছে, “বিদ্বেষপূর্ণ সূত্র থেকে উত্থাপিত এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটি জনমত বিভ্রান্ত করা ও সত্যকে বিকৃত করার একটি ব্যর্থ চেষ্টা।”

মন্ত্রণালয় আরও বলেছে, “ইসলামী শরিয়তের আলোকে হিজাব পালন নারীদের সতীত্ব ও নৈতিক নিরাপত্তার নিশ্চয়তা দেয়। হিজাবই সমাজকে দুর্নীতি ও নৈতিক বিপথগামিতা থেকে রক্ষা করে।”

এছাড়া তারা আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম ও অন্যান্য পক্ষকে অনুরোধ করেছে, “রিপোর্ট প্রকাশের সময় নির্ভরযোগ্য সূত্র ব্যবহার করুন, নিরপেক্ষতা ও যথার্থতা বজায় রাখুন, এবং এমন রিপোর্ট থেকে বিরত থাকুন যা আফগান জনগণের ইসলামী মূল্যবোধ ও জাতীয় বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।”

মন্ত্রণালয় আবারও আশ্বাস দিয়েছে, “আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার ও অভিযোগ শোনার মন্ত্রণালয় সমাজের সব নাগরিকের, বিশেষ করে নারীদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। কাউকে অন্যায়ভাবে কারও অধিকার লঙ্ঘনের সুযোগ দেওয়া হবে না।”

সূত্র: আরটিএ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img