মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

কাবুলে নারীদের গ্রেপ্তারের অভিযোগ ভিত্তিহীন, বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা : আমর বিল মারুফ মন্ত্রণালয়

আফগানিস্তানের আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার মন্ত্রণালয় কাবুলে নারীদের অকারণে গ্রেপ্তার ও তাদের অধিকার লঙ্ঘনের অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয়ের জানিয়েছে, এসব অভিযোগ শত্রুতাপূর্ণ সূত্র থেকে প্রচারিত এবং এর উদ্দেশ্য হলো জনগণের মন বিভ্রান্ত করা ও সত্যকে বিকৃত করা।

মন্ত্রণালয় জানিয়েছে, “এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, বাস্তবতা থেকে দূরে এবং জনগণের মন বিভ্রান্ত করার একটি ব্যর্থ চেষ্টা।”

এক বিবৃতিতে মন্ত্রণালয় জোর দিয়ে জানায়, তারা নারীদের অধিকারের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। গত চার বছরে এই ক্ষেত্রে বহু সাফল্য অর্জিত হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শুধু গত তিন মাসেই নারীদের অধিকার সম্পর্কিত ৩৮২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে রয়েছে জোরপূর্বক বিয়ে, পারিবারিক সহিংসতা, মোহরানা, উত্তরাধিকার, গৃহবন্দিত্বসহ আরও নানা বিষয়। এসব প্রতিরোধের মাধ্যমে নারীদের অধিকার রক্ষা করা হয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, ইসলামী শরিয়াহর কাঠামোর মধ্যে হিজাব পালন নারীদের মর্যাদা ও নৈতিক পবিত্রতার নিশ্চয়তা দেয়। মন্ত্রণালয় জানায়, হিজাবই সমাজকে অনৈতিকতা ও বিপথগামিতা থেকে সুরক্ষা করে।

মন্ত্রণালয়ের বক্তব্যে আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম ও বিভিন্ন সূত্রকে কঠোরভাবে অনুরোধ করা হয়েছে যে, প্রতিবেদন প্রকাশের সময় অবশ্যই নির্ভরযোগ্য সূত্র ব্যবহার করতে হবে। নিরপেক্ষতা ও যথার্থতার নীতি মেনে চলতে হবে এবং ইসলামী মূল্যবোধ ও আফগানদের জাতীয় বাস্তবতার পরিপন্থি কোনো প্রতিবেদন প্রচার করা যাবে না।

বিবৃতিতে মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তারা সমাজের সব সদস্যের অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। কাউকেই অন্যায়ভাবে কারও অধিকার লঙ্ঘনের সুযোগ দেওয়া হবে না।


সূত্র : আরটিএ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ