নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, আমাদের চোখের সামনে গাজ্জায় প্রতিদিন গণহত্যা চলছে। এ গণহত্যা বন্ধ করার সুস্পষ্ট পথ রয়েছে, তা হলো আরও বেশি দেশ কর্তৃক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি এ কথা লিখেন।
জেসিন্ডা আরডার্ন বলেন, “ যে সহযোগিতা সামরিক পদক্ষেপকে সহজতর করে, তা অবশ্যই বন্ধ করতে হবে। অবরুদ্ধ ও অনাহারে থাকা মানুষের কাছে দ্রুত মানবিক সহায়তা পৌঁছানো জরুরি। একইসঙ্গে আহতদের জন্য, অপুষ্টিতে ভোগা মানুষদের জন্য এবং গর্ভবতী ও নবজাতকের মায়েদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।”
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের প্রেক্ষাপটে আরডার্ন বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিশ্বনেতারা যখন আগামী সপ্তাহে নিউ ইয়র্কে একত্রিত হবেন, তখন আমাদের অবশ্যই ক্ষমতাশালীদের প্রতি আহ্বান জানাতে হবে যেন তারা এসব মানবিক সংকটে কার্যকর সাড়া দেন, যা ইউক্রেনের সংঘাত থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ পর্যন্ত বিস্তৃত।”
তিনি জোর দিয়ে আরও বলেন, “আমাদের শুরুটা গাজ্জা থেকে করা উচিত।”
আরডার্ন সতর্ক করে দিয়ে বলেন, “আমরা হয়তো এমন এক পৃথিবীতে বাস করি যেখানে নানা মানবিক সংকট চলছে, কিন্তু আমরা যেন কখনো সংখ্যার অমানবিকীকরণে অভ্যস্ত না হই।”
সূত্র: মিডল ইস্ট মনিটোর