রবিবার | ২১ সেপ্টেম্বর | ২০২৫

আফগান জ্বালানি মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের বৈঠক

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জ্বালানি ও পানি মন্ত্রী মোল্লা আবদুল লতিফ মনসুরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের আলেমদের একটি প্রতিনিধি দল।

আজ রোববার (২১ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুল্লাহ কাসেমী।

উল্লেখ্য, বুধবার (১৭ সেপ্টেম্বর) কাবুলে পৌঁছান বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধি দল। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা আব্দুল হামিদ মধুপরের পীরের তত্ত্বাবধানে এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বে ছয় সদস্যের এই প্রতিনিধি দলটি আফগান সরকারের একাধিক মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও সিনিয়র আলেমদের সঙ্গে বৈঠক করেন।

প্রসঙ্গত, সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পাঠানো দ্রুত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকেও দুই দেশের মধ্যে সংকট মোকাবিলায় জরুরি সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img