জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শার’আ।
রবিবার (২১ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, জাতিসংঘের চলতি বছরের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এক ঐতিহাসিক সফরে রওনা হয়েছেন প্রেসিডেন্ট আহমদ শার’আ। ১৯৬৭ এর পর এধরণের অধিবেশনে এটিই সিরিয়ার কোনো রাষ্ট্র নেতার প্রথম অংশগ্রহণ।
এছাড়াও বলা হয় যে, অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের সাথে বৈঠকের কথা রয়েছে তার।
তার এই সফর এমন এক সময় এলো, যখন দামেস্ক মার্কিন নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার চেষ্টা করছে। শিথিলতার নীতি ও ব্যবস্থা গ্রহণ সত্ত্বেও যে নিষেধাজ্ঞা এখনো বহাল রাখা হয়েছে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, দেশটির উপর নিষেধাজ্ঞার বেশিরভাগই ২০১৯ সালের একটি মার্কিন আইন থেকে এসেছে, যা গৃহযুদ্ধকালীন আসাদ সরকারের যুদ্ধাপরাধের প্রতিক্রিয়ায় অনুমোদন পেয়েছিলো।
উল্লেখ্য, এবারের সাধারণ পরিষদের অধিবেশনটি বিগত সকল অধিবেশনের চেয়ে ভিন্ন হতে চলেছে। কেননা, অসংখ্য দেশ এবারের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই মার্কিন মদদে ইসরাইলী গণহত্যার শিকার দেশটিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েছে।
সূত্র: আনাদোলু