রবিবার | ২১ সেপ্টেম্বর | ২০২৫

আজকের স্বীকৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও কাছাকাছি হয়েছে: ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিন বলেছেন, যেসব দেশ আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, তারা এক স্থায়ী পদক্ষেপ নিয়েছে। এই স্বীকৃতি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সুরক্ষা এবং ফিলিস্তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আরও কাছাকাছি নিয়ে এসেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) রামাল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহিন বলেছেন, ‘‘এখনই সেই সময়। আগামীকাল একটি ঐতিহাসিক দিন, যা আমাদের গড়তে হবে। এটি শেষ নয়।’’

গাজ্জায় ইসরাইলি সামরিক বাহিনীর প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি এমন এক পদক্ষেপ যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে আরও কাছাকাছি নিয়ে এসেছে। হয়তো এটি আগামীকাল যুদ্ধ বন্ধ করবে না, তবে এেই পদক্ষেপ সামনে এগিয়ে যাওয়ার একটি ধাপ, যা নিয়ে আমাদের আরও কাজ করতে হবে।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী শাহিন বলেন, আলোচনার কোনও ইচ্ছাই ইসরাইলের নেই। তিনি বলেন, এই মাসের শুরুতে নেতানিয়াহু পশ্চিম তীরের দখলকৃত অঞ্চলে নতুন একটি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্ত উত্তরের ফিলিস্তিনি সম্প্রদায়কে দক্ষিণ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে।

তিনি বলেন, ‘‘এই স্বীকৃতি মোটেও প্রতীকী নয়। এটি একটি কার্যকর, বাস্তব এবং স্থায়ী পদক্ষেপ। যারা সত্যিই দ্বি-রাষ্ট্র সমাধানকে রক্ষা করতে চান, তাদের অবশ্যই এই পদক্ষেপ নিতে হবে।

বর্তমানে ইসরাইল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পদক্ষেপ জোরাল করার আলোচনায় নেতৃত্ব দিচ্ছে ফ্রান্স এবং সৌদি আরব। চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে আশা করা হচ্ছে।

শাহিন বলেন, ইসরাইলের ওপর রাজনৈতিক চাপকে অর্থনৈতিক পদক্ষেপে রূপান্তরিত করতে হবে, যাতে ইসরাইলকে জবাবদিহির আওতায় আনা এবং ফিলিস্তিনি জনগণকে সুরক্ষা দেওয়া যায়।

তিনি বলেন, আজ গাজ্জা জ্বলছে। আজ গাজ্জা ধ্বংস হচ্ছে। গাজ্জায় মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। তিনি ইসরাইলের বিরুদ্ধে গাজ্জায় গণহত্যার অভিযোগ করেছেন। যদিও ইসরাইল এই অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, রোববার (২১ সেপ্টেম্বর) ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের গতি ফের জাগিয়ে তোলার চেষ্টা করা হলেও ইসরাইল এবং আমেরিকা এর কড়া সমালোচনা করেছে।

সূত্র: এএফপি, রয়টার্স।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img