সোমবার | ২২ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিন ইস্যুতে বিশ্বকে বাস্তবধর্মী কার্যক্রমের আহ্বান হামাসের

স্বীকৃতির সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে ব্রিটেনসহ অন্যান্য দেশগুলোকে বাস্তবধর্মী কার্যক্রম সংযুক্তির আহ্বান জানিয়েছে ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

রবিবার (২১ সেপ্টেম্বর) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশগুলো কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের ঘোষণা প্রসঙ্গে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নিম্নোক্ত বিষয়গুলো স্পষ্টভাবে জানাচ্ছে, এই স্বীকৃতি ফিলিস্তিন ভূখণ্ড ও এর পবিত্র স্থানসমূহে ফিলিস্তিনি জনগণের অধিকার এবং জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের জনগণের মুক্তি ও প্রত্যাবর্তনের পথে সংগ্রাম, দৃঢ়তা এবং আত্মত্যাগের ন্যায্য প্রাপ্যের জন্যও গুরুত্বপূর্ণ।

এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটির সঙ্গে অবশ্যই বাস্তবধর্মী কার্যক্রমেরও সংযুক্তি থাকা উচিত, যা গাজ্জা উপত্যকায় আমাদের জনগণের বিরুদ্ধে চলমান বর্বর গণহত্যা অবিলম্বে বন্ধ করবে। পশ্চিম তীর ও জেরুসালেমে দখল ও ইহুদিকরণ প্রকল্পগুলোর মোকাবেলা করবে।

আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই অবৈধ রাষ্ট্রকে বিচ্ছিন্ন করার জন্য, এর সাথে সকল ধরণের সহযোগিতা ও সমন্বয় বন্ধ করার জন্য, এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা জোরদার করার জন্য, এবং এর যুদ্ধাপরাধী নেতাদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার জন্য আহ্বান জানাচ্ছি।

ফ্যাসিস্ট দখলদার সরকার আন্তর্জাতিক আইন, চুক্তি ও মানবিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে। আমাদের জনগণের বিরুদ্ধে প্রকাশ্য সন্ত্রাসী নীতিমালার আলোকে গণহত্যা, জাতিগত নির্মূল এবং জবরদস্তিমূলক বাস্তুচ্যুতির ন্যায় সবচেয়ে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। অবৈধ জায়োনিস্ট সন্ত্রাসী রাষ্ট্রটিকে প্রতিহত করতে ও লাগাম টেনে ধরার জন্য এই ভয়ানক ও নৃশংস পরিস্থিতি সকলের স্পষ্ট ও কার্যকর অবস্থান গ্রহণের দাবি রাখে।

আধুনিক ইতিহাসের অন্যতম নিকৃষ্ট দখলদারিত্বের বিরুদ্ধে পরিচালিত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ ও সংগ্রাম একটি প্রাকৃতিক অধিকার, যা আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত। বিশ্বের সকল দেশের উচিত এই অপরাধী দখলদার শক্তির বিরুদ্ধে আমাদের জনগণকে সমর্থন দেয়া, যেনো ফিলিস্তিনিরা নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বাস্তবায়ন এবং জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img