সোমবার | ২২ সেপ্টেম্বর | ২০২৫

হামাস নৌ-পুলিশের উপপ্রধানকে হত্যার দাবী করছে ইসরাইল

ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নৌ-পুলিশের উপপ্রধান আইয়াদ আবু ইউসুকে হত্যার দাবী করছে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (২২ সেপ্টেম্বর) ইসরাইলী সেনাবাহিনীর এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, হামাসের গাজ্জা নৌ-পুলিশের উপপ্রধান, ডেপুটি কমান্ডার আইয়াদ আবু ইউসু ইসরাইলী বিমান হামলায় নিহত হয়েছেন।

এছাড়াও বলা হয় যে, ইসরাইলে ৭ অক্টোবরের হামলায় তিনিও অংশগ্রহণ করেছিলেন। ইসরাইলী সেনাদের বিরুদ্ধে অতর্কিত হামলার পরিকল্পনাকারীদের অন্যতম ছিলেন। ইসরাইলের চোখ এড়িয়ে গাজ্জায় হামাসের সম্পদ সুরক্ষিতও রেখে যাচ্ছিলেন তিনি।

গাজ্জা নৌ-পুলিশের ডেপুটি কমান্ডার আইয়াদ আবু ইউসুর হত্যাকাণ্ডকে অবৈধ রাষ্ট্রটির সেনারা হামাসের নৌ-সক্ষমতার উপর তাদের উল্লেখযোগ্য সফলতা বলেও দাবীও করে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img