মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর | ২০২৫

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান স্পেনের

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে ফ্রান্সের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিন স্বীকৃতি সংক্রান্ত শীর্ষ সম্মেলনের পর তিনি এ আহ্বান জানান। খবর এএফপির।

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় সানচেজ বলেন, সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এটিকে চূড়ান্ত পরিণতি হিসেবে দেখা উচিত নয়; বরং এটি কেবল শুরু। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে দ্রুততম সময়ে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিতে হবে এবং অন্যান্য রাষ্ট্রের মতো সমান মর্যাদা নিশ্চিত করতে হবে।

সানচেজ আরও জানান, ফিলিস্তিনে চলমান বর্বরতা বন্ধ করা এবং শান্তির সম্ভাবনা সৃষ্টি করা এখন জরুরি হয়ে পড়েছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img