মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর | ২০২৫

ভারতে ‘জয় শ্রী রাম’ না বলায় মসজিদের ইমামকে মারধর

ভারতে উত্তরপ্রদেশের আলিগড় জেলায় জয় শ্রী রাম স্লোগান দিতে অস্বীকার করার কারণে স্থানীয় এক ইমামকে নৃশংসভাবে মারধর করেছন উগ্র হিন্দুত্ববাদীরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) আলিগড় জেলার লোধা ব্লকের বুলাকঘরী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইমামের নাম মুস্তাকীম। তিনি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। দাড়ি ও টুপি পরিহিত অবস্থায় সহজেই তাকে মুসলিম হিসেবে চিহ্নিত করা যায়। তিনি বলেন, কয়েকদিন ধরে কিছু ছেলে আমাকে বিরক্ত করছিল। একদিন তারা আমার সাইকেল থামিয়ে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করে। আমি অস্বীকার করলে তারা লাঠি দিয়ে টানা দুই ঘণ্টা পর্যন্ত আমাকে মারধর করে এবং বলতে থাকে, এখানেই দাফন দাও।

মারধরের ফলে ইমাম গুরুতর আহত হন এবং রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার পাশাপাশি সংঘর্ষে আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। তবে ইমামের পরিবার জানিয়েছে, এর আগেও তাকে হয়রানি করা হচ্ছিল, কিন্তু সে সম্পর্কে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। মুস্তাকীম নিজেও স্বীকার করেছেন, তিনি আগে কোনো অভিযোগ জানাননি, কারণ তিনি চেয়েছিলেন উত্তেজনা এড়াতে এবং পরিস্থিতিকে আরও না বাড়াতে।

আলিগড় সিটি এসপি মৃগাঙ্ক শেখর পাঠক সাংবাদিকদের বলেন, “তদন্তে প্রকাশ পেয়েছে, এটি সম্পূর্ণ সাধারণ মারধরের ঘটনা। এর সঙ্গে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয় এবং কাউকে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করা হয়নি।

তবে ইমামের বর্ণনা এবং পুলিশের বক্তব্যের মধ্যে এই অমিল স্থানীয় মুসলিমদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তারা মনে করছেন, ঘটনাটি ধর্মীয় বিদ্বেষপ্রসূত হামলার অংশ। মানবাধিকার কর্মীরাও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন, যাতে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য বিশ্লেষণ করে প্রকৃত সত্য উদঘাটন হয় এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা যায়।

বর্তমানে ইমাম মুস্তাকীম চিকিৎসাধীন আছেন। তার সাথে ঘটো যাওয়া এই বর্বর ঘটনা আবারও সামনে নিয়ে এসেছে ভারতের গ্রামীণ সমাজে কীভাবে ছোটখাটো বিরোধও সাম্প্রদায়িক রঙ ধারণ করতে পারে। দ্রুত বিচার এবং ন্যায়বিচার নিশ্চিত করাই এখন জরুরি বলে মনে করছেন অনেকে।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img