বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

জাতিসংঘে রোহিঙ্গাদের পাশাপাশি ফিলিস্তিনের কথাও তুলে ধরুন: প্রধান উপদেষ্টাকে ইসলামী আন্দোলন

জাতিসংঘে জলবায়ু ও রোহিঙ্গাদের পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনবাসীর পক্ষে অবস্থান তুলে ধরার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে  ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজ্জায় চলমান গণহত্যা। বর্বর ইসরাইল যে নির্মমতা দেখাচ্ছে তা সহ্য করার মতো না। বিশ্বের অনেক দেশ তাদের বহুদিনের পুরোনো পররাষ্ট্র নীতি ভেঙ্গে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে। এমন বাস্তবতায় ফিলিস্তিনের পরীক্ষিত ও দীর্ঘকালীন বন্ধুদেশ হিসেবে বাংলাদেশের পক্ষে জাতিসংঘের এবারের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে ফিলিস্তিন ইস্যুকে গুরুত্ব দেওয়ার আহবান জানাচ্ছি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পুর্নগঠনের বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে, সুশাসনের জন্য আমাদের বহুদিনের সংগ্রামের সঠিক চিত্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে হবে। বাংলাদেশ সম্পর্কে যেসব অপপ্রচার নানা সময়ে ছড়ানো হয়েছে সে সম্পর্কে সঠিক তথ্যও তুলে ধরতে হবে। বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা উদ্ধারে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে হবে। পতিত ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত খুনি, দুর্নীতিবাজরা যেসব দেশে পালিয়ে আছে তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি জোড়ের সাথে তুলে ধরতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়-দায়িত্ব নিয়ে উদাসীনতার বিষয়টি বলিষ্ঠভাবে তুলে ধরতে হবে। সভ্যতার এই উৎকর্ষতার যুগে এভাবে লাখ লাখ নাগরিককে নির্যাতন করে অন্য দেশে দেশান্তরিত হতে বাধ্য করার পরে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভুমিকা যে যথার্থ ছিলো না তাও তুলে ধরতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ব্যাপারে ত্রান সহয়তায় সামান্য ভুমিকা রাখলেও তাদেরকে ফেরত নেয়ার ব্যাপারে কার্যকর কোন ভুমিকা রাখে নাই; এই বিষয়টি সাহসিকতার সাথে তুলে ধরতে হবে।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img