বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

৩ দিন ধরে নিখোঁজ সাবেক বৈষম্যবিরোধী নেতা মাওলানা মামুনুর রশীদ

তিনদিন ধরে খুজে পাওয়া যাচ্ছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ মামুনকে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তাকে খুঁজে বের করার দাবি জানায় এনসিপির যুবশক্তি উইং।

মাওলানা মামুনুর রশীদের পরিবারের বরাতে দিয়ে যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহতাব বাঁধন জানান, গত রোববার সকালে পাঞ্জাবি-পায়জামা পরিহিত অবস্থায় বাসা থেকে বের হয় মামুন। এরপর থেকে সে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্থানীয় থানায় জিডি করা হয়েছে। পাশাপাশি র‌্যাব, পিবিআই, কাউন্টার টেরোরিজম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে।

নেতারা জানান, এ ঘটনার পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্পৃক্তরা গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ সময় মামুনকে ফিরে পেতে ২৪ ঘন্টায় আল্টিমেটামও দেন তারা। সংবাদ সম্মেলম শেষে উত্তরা ৭নং সেক্টরে ঝটিকা মিছিল করেন যুবশক্তি নেতারা।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img