রবিবার | ২৮ সেপ্টেম্বর | ২০২৫

গাজ্জাবাসীর মুক্তির জন্য জুম’আ রাতে বিশ্বকে যে বিশেষ আমল করতে বলল হামাস

গাজ্জাবাসীর মুক্তির দোয়ার জন্য মুসলিম বিশ্বকে বিশেষ আমলের আহবান জানিয়েছে ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসসাম বিগ্রেড।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই আহবান জানানো হয়।

এতে বলা হয়, গাজ্জার ধৈর্যশীল ও দৃঢ়প্রতিজ্ঞ ভাইদের উপর থেকে বিপদ দূর করার লক্ষ্যে
কাসসাম বিগ্রেড আরব ও মুসলিম উম্মাহর সন্তানদের মহান আল্লাহর নিকট অত্যন্ত বিনয়ী হয়ে দোয়ার আহবান জানাচ্ছে।

দোয়ার ক্ষেত্রে বিশেষ আমল:

আজ বৃহস্পতিবার জুম’আ রাতে এশার নামাজের পর পর মসজিদে কিংবা খোলা স্থানে অত্যন্ত খুশু-খুজুর সাথে জামাতে ২ রাকাত নামাজ আদায় করা। তারপর সকলে একসাথে নিম্নের দোয়াটি ১০০ বার পাঠ করা।

দোয়া: لَا إلٰهَ إلاَّ اللّٰهُ العَظِيمُ الحَلِيم ، لَا إلٰهَ إلاَّ اللّٰهُ رَبُّ العَرشِ العَظِيم ، لَا إلٰهَ إلاَّ اللّٰهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الأَرضِ وَرَبُّ العَرشِ الكَرِيم

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ, ওয়া রাব্বুল আরশিল কারিম।

বিবৃতিতে বিশেষ আমল উল্লেখের পর বলা হয়, আশা করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা খুব শীঘ্রই গাজ্জাবাসীর ভাগ্য প্রশস্ত করে দিবেন। একমাত্র তিনিই এর ক্ষমতা রাখেন এবং সর্বশক্তিমান। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিহি। (আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি বা সামর্থ্য নেই।)

spot_img
spot_img

এই বিভাগের

spot_img