ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে একদিনে আরও ৯১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
নিহত এই ৯১ জনের মধ্যে ৪৮ জনই গাজ্জা সিটির বাসিন্দা। যারমধ্যে ৬ জন ত্রাণ নেওয়ার সময় নিহত হন।
দখলদার ইসরাইল মধ্য গাজ্জার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ করেছে করেছে বলে জানিয়েছে আল-জাজিরা।
প্রতিদিন প্রায় ১০০ মানুষ নিহত হলেও ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ হুমকি দিয়েছেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজ্জায় তারা যুদ্ধ থামাবেন না। এছাড়া তিনি গাজ্জায় বর্বরতা বাড়ানোর হুমকিও দিয়েছেন।