রবিবার | ২৮ সেপ্টেম্বর | ২০২৫

পশ্চিমারা উস্কানি দিলে কঠোর জবাব দেবে রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে।

স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন।

ল্যাভরভ জোর দিয়ে বলেন, পশ্চিমা দেশগুলোতে আক্রমণ করার কোনো পরিকল্পনা মস্কোর নেই, তবে উস্কানি দিলে তারা ব্যবস্থা নিতে প্রস্তুত। খবর আ-জাজিরার।

সম্প্রতি পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে পশ্চিমাদের অভিযোগ অস্বীকার করে ল্যাভরভ বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সম্পর্কে আতঙ্ক ছড়াচ্ছে পশ্চিমাবিশ্ব।

তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো এবং ইইউ দেশগুলোতে আক্রমণের পরিকল্পনা করার অভিযোগ আনা হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার এই উস্কানিগুলিকে খণ্ডন করেছেন।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলেও জানান ল্যাভরভ জোর।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img