পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পেশোয়ারে বিশাল বিক্ষোভ হয়। সমাবেশে অংশ নেয় হাজার হাজার কর্মী-সমর্থক। সমাবেশে কারাবন্দি পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান সমর্থকরা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীতে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে যোগ দেন ইমরানের বোন আলেমা খানও। সমাবেশে কারাবন্দি পিটিআই নেতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান সমর্থকরা। সরকারবিরোধী স্লোগানও দেয় তারা।