বুধবার | ২৪ ডিসেম্বর | ২০২৫
spot_img

দলীয় লোগো পরিবর্তন করল জামায়াত

৯ বছর পর আবার লোগো পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকা নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগো সামনে এসে।

নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে। যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে।

এর আগে, ২০১৬ সালে লোগো পরিবর্তন করে জামায়াত। সে বছরের ৭ জুন বাংলাদেশের পতাকার আদলে লাল-সবুজ আয়তক্ষেত্রে, ওপরে লাল রঙে বাংলাদেশ এবং নিচে সবুজ রঙে লেখা ছিল জামায়াতে ইসলামী। সেবারও লোগো পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিক জানানো হয়নি। তখন কিছুদিন দলের সংবাদ বিজ্ঞপ্তিতে লাল-সবুজ লোগো ব্যবহার করা হয়।

রোববার সামনে আসা লোগোও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। জামায়াত নেতারা জানান, এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল না। তবে সামাজিক মাধ্যমে আলোচনার কারণে আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img