মঙ্গলবার | ৩০ সেপ্টেম্বর | ২০২৫

গাজ্জায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে জার্মানিতে বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যাকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন বন্ধের দাবিতে জার্মানির বার্লিনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘টুগেদার ফর গাজ্জা’ শিরোনামে এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন দেশটির লাখো মানুষ। ‘মুক্ত করো ফিলিস্তিন’, ‘খাদ্য ও পানি মানবাধিকার’ লেখা প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভকারীরা বার্লিনের টাউন হল থেকে মিছিল শুরু করেন। মিছিলটি ভিক্টোরি কলাম স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।

আয়োজকরা জানায়, এ মিছিল ও সমাবেশে প্রায় এক লাখ মানুষ অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমাবেশস্থলে প্রায় এক হাজার ৮০০ পুলিশ মোতায়েন ছিল।

বিক্ষোকারীরা ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধ করতে জার্মান সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞারও দাবি জানানো হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img