মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদের ইন্তিকাল

সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ন ইন্তিকাল করেছেন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তিকাল করেন।

ফেসবুক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নূরুল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি। পোস্টে মাহমুদ সাদি লিখেন, ‘আমার বাবা আর নেই। সবাই দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন।’

গত বছরের ২৪ সেপ্টেম্বর নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এদিন নরসিংদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত বছরের ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা হয়। সেই হামলায় মাধবদীর শ্রমিকনেতা জাহাঙ্গীর হোসেন নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই আমির হোসেন বাদী হয়ে ৯ আগস্ট মাধবদী থানায় মামলা করেন। এ মামলায় নূরুল মজিদকে গ্রেপ্তার করা হয়।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img