ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশটিতে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত নান্দা ওয়েইলসেত আফগান প্রাদেশিক গভর্নর মোল্লা মুহাম্মদ ইউসুফ ওয়াফার সাথে দেখা করেন।
এসময় দু’পক্ষের মাঝে আমদানি-রপ্তানি ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বালখ প্রদেশে অনুষ্ঠিত এই বৈঠকের ব্যাপারে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন, আমার বালখ সফরের উদ্দেশ্য ছিলো এখানকার ব্যবসায়ী ও শিল্পপতিদের সাথে দেখা করা, অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিময় বৃদ্ধি করা।
তিনি বালখ প্রদেশের বিশেষ অর্থনৈতিক গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেন এবং ইমারাতে ইসলামিয়ার সরকার আফগানিস্তানে নিরাপত্তা ফিরিয়ে এনেছে বলেও জানান। এজন্য সরকারের প্রশংসাও করেন।
বালখের গভর্নর এসময় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, মুসলমানরা একে অপরের ভাই ভাই। স্বাধীনতা, অগ্রগতি এবং ইসলামী ঐক্য অর্জনের জন্য আমাদের প্রচেষ্টা বৃদ্ধি করতে হবে। নান্দা ওয়েইলসেতের সফর আফগানিস্তান এবং ইন্দোনেশিয়া উভয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়াও বলেন, ৪৫ বছর যুদ্ধের পর সৌভাগ্যক্রমে দেশে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে। এখন একটি কেন্দ্রীয় সরকার রয়েছে এবং সবাই একজন আমিরের অধীনে বাস করে। দুর্নীতিও দূর করা হয়েছে। আমিরুল মুমিনীনের নির্দেশনায় থেকে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্কও দিন দিন উন্নত হচ্ছে।
এর পূর্বে বালখ গভর্নর মোল্লা মুহাম্মদ ইউসুফ ওয়াফা ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে প্রদেশটির ঐতিহাসিক স্থান, স্থাপনা ও স্মৃতিস্তম্ভ পরিদর্শন করান। জাতীয় ব্যবসায়ী ও শিল্পপতিদের সাথে তার বৈঠকের ব্যবস্থা করেন।
সূত্র: বাখতার নিউজ