মঙ্গলবার | ৩০ সেপ্টেম্বর | ২০২৫

দ্বিতীয় দফায় কর্মসূচিতে নামছে জামায়াতসহ সাত দল

জুলাই সনদের আইনিভিত্তি দিয়ে সে অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত এবং ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দফায় কর্মসূচিতে নামছে জামায়াতে ইসলামী সহ সাতটি দল। আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আলাদা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে অভিন্ন এই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

জানা যায়, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আছে। সেই সময় পর্যন্ত দাবি আদায়ের চাপ সৃষ্টি করতে বিভিন্ন কর্মসূচি থাকছে এসব দলের।

সাতটি দল হলো, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও নেজামে ইসলাম পার্টি।

ইসলামী আন্দোলন জানায়, পিআরসহ ৫ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে মঙ্গলবার বেলা ১১ টায় প্রেস ব্রিফিং করা হবে।

অন্যদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার পক্ষ থেকে বলা হয়, অক্টোবর মাসের প্রথমার্ধের কর্মসূচি ঘোষণা

সংবাদ সম্মেলন হবে পুরানা পল্টনের কার্যালয়ে দুপুর ১২ টায়।

অন্যান্য দলের পক্ষ থেকেও আলাদাভাবে কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে জুলাই সনদের আইনিভিত্তি, পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন বিষয়ে ইসলামী আন্দোলনের দাবির সঙ্গে একমত পোষণ করেছে আরও ১২ টি সমমনা দল। সোমবার দলটির সঙ্গে এক বৈঠকে এ মতামতের কথা জানায় সংশ্লিষ্টরা। আগামী দিনের কর্মসূচিতেও তাদের সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img