পার্বত্য চট্টগ্রামে দেশদ্রোহী তৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচা রিপোটার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজি এ আহ্বান জানান।
তিনি বলেন, ফ্যাসীবাদকে উৎখাত ও বিতাড়িত করার পরও দেশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। জনগণের নূন্যতম নাগরিক সেবার মান বাড়েনি, চাঁদাবাজি, ছিনতাই, নৈরাজ্য ও দুর্নীতির লাগাম টেনে ধরতে পারেনি, এমন কি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতেও আমাদের কোন শক্তিশালী উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। দেশ এখনো অনিরাপদ ও অশান্ত।
বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে দেশবিরোধী চক্রের আস্ফালন ও দেশদ্রোহী তৎপরতা আমাদের আহত ক্ষুব্ধ করছে। দেশ জাতি ও উম্মাহর কল্যাণে আমাদের সকলকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং ফ্যাসীবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থেকে বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।