মঙ্গলবার | ৩০ সেপ্টেম্বর | ২০২৫

কুখ্যাত গুয়েন্তামো কারাগার থেকে সর্বশেষ আফগান বন্দীর মুক্তি

আমেরিকার নিয়ন্ত্রণাধীন কুখ্যাত গুয়েন্তামো কারাগারে থাকা সর্বশেষ আফগান বন্দী মুক্তি পেয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ‘আফগানিস্তান বিল আরাবিয়ার’ এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মহান আল্লাহর দয়া এবং অনমনীয় ও আপোষহীন সরকারের প্রজ্ঞার বদৌলতে মুহাম্মদ রহিমের বন্দী অধ্যায়ের ইতি ঘটেছে। তিনি কুখ্যাত গুয়েন্তামোর সর্বশেষ আফগান বন্দী ছিলেন, যিনি বর্তমানে সম্পূর্ণভাবে মুক্ত।

এতে আরো বলা হয়, বছরের পর বছর আটক রাখার পর তাকে আজ মুক্তি দেওয়া হয়েছে।মুহাম্মদ রহিমের পথ প্রশস্ত হোক।

এর আগে, কাতারের মধ্যস্থতায় বাগরাম থেকে এক মার্কিন নাগরিককে মুক্তি দেয় আফগান ইমারাতে ইসলামিয়ার সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে তার একটি ছবিও প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, ওই মার্কিন নাগরিক কাতারের প্রতিনিধিদের সাথে একটি বিমানে হাস্যোজ্জ্বল অবস্থায় বসে আছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img