মঙ্গলবার | ৩০ সেপ্টেম্বর | ২০২৫

ট্রাম্প যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে থাকার দাবি করলেও হামাস বলছে ভিন্ন কথা

গাজ্জা গণহত্যার প্রধান মদদদাতা রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে থাকার দাবি করলেও ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে ভিন্ন কথা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ট্রাম্পের দাবির বিপরীতে প্রতিক্রিয়া জানিয়ে বার্তা দেয় সংগঠনটি।

সংগঠনটির এক কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজ্জা যুদ্ধবিরতির পরিকল্পনা হামাস এখনও পায়নি, যদিও তিনি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছেন বলে দাবি করছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, গাজ্জা নিয়ে আমাদের একটি চুক্তি সম্পন্ন হচ্ছে বলে মনে হচ্ছে।

তবে, এ সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। চুক্তি সম্পাদনের সময় ও যুদ্ধবিরতির মেয়াদ নিয়েও কিছুই জানাননি। অপরদিকে ট্রাম্পের দাবীর বিষয়ে গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া ইসরাইলও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সংবাদমাধ্যমের তথ্যমতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলের পৈশাচিক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেখা করার কথা রয়েছে, যিনি হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজ্জায় গণহত্যা চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন। যার মাধ্যমে বস্তুত, তিনি ফিলিস্তিনি জাতিনিধন করছেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img