গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনা প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজ্জা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন তিনি।
ট্রাম্পের ২০ দফা প্রস্তাব:
১। গাজ্জা শাসন করবে একটি অস্থায়ী টেকনোক্র্যাট সরকার।
২। ইসরাইল গাজ্জা উপত্যকা দখল বা সংযুক্ত করবে না।
৩। কাউকে গাজ্জা ছাড়তে বাধ্য করা হবে না।
৪। গাজ্জা উপত্যকাটি পুনর্গঠন করা হবে।
৫। যদি উভয় পক্ষ পরিকল্পনাটি গ্রহণ করে, যুদ্ধ অবিলম্বে শেষ হবে।
৬। জীবিত ও মৃত সব বন্দিকে ৭২ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়া হবে।
৭। ইসরাইল মুক্তি দেবে আজীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন বন্দিকে।
৮। ইসরাইল মুক্তি দেবে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজা থেকে আটক করা ১,৭০০ ফিলিস্তিনিকে।
৯। এই সময়ে সব ধরনের সামরিক অভিযান স্থগিত থাকবে।
১০। ইসরাইলি সেনাদের পূর্ণ পর্যায়ক্রমিক প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হবে।
১১। হামাসের সদস্যরা যদি শান্তির অঙ্গীকার করে, তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে।
১২। যারা শান্তি মেনে নেবে না, তাদের নিরাপদে অন্য দেশে পাঠানো হবে।
১৩। আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী গাজ্জায় নিরাপত্তা নিশ্চিত করবে।
১৪। আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেবে।
১৫। গাজ্জায় সহায়তা নির্ধারিত মাত্রায় প্রবাহিত হবে।
১৬। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা সম্মতভাবে প্রদান করা হবে।
১৭। ইসরাইল ও ফিলিস্তিনি পক্ষের মধ্যে সহাবস্থানের জন্য যুক্তরাষ্ট্র সংলাপের সুবিধা দেবে।
১৮। গাজ্জায় পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক ও আঞ্চলিক সমন্বয় তৈরি করা হবে।
১৯। হামাস ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে শান্তি মেনে চলার জন্য প্রोत्सাহন দেওয়া হবে।
২০। যুদ্ধ বন্ধ ও স্থিতিশীলতার জন্য সকল পক্ষের সম্পৃক্ততায় পরিকল্পনা কার্যকর করা হবে।
উল্লেখ্য, ইসরাইল ইতোমধ্যে ট্রাম্পের এ পরিকল্পনা মেনে নিয়েছে এবং গাজ্জা যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। তবে হামাসের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। সংগঠনটির সিন্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে। যদি হামাস এ পরিকল্পনা মেনে নেয়, তাহলেই গাজ্জা যুদ্ধ বন্ধ হবে।
সূত্র: আল-জাজিরা