মঙ্গলবার | ৩০ সেপ্টেম্বর | ২০২৫

ট্রাম্পের যুদ্ধবিরোধী পরিকল্পনাকে স্বাগত জানাল মাহমুদ আব্বাসের সরকার

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ ইস্যুতে ট্রাম্পকে সহযোগিতার করার প্রতিশ্রুতিও দিয়েছে ফিলিস্তিনের সরকার।

বিবৃতিতে পিএ’র পক্ষ থেকে বলা হয়, “ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজ্জায় যুদ্ধ বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তরিক এবং সিদ্ধান্তমূলক প্রচেষ্টাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ স্বাগত জানাচ্ছে। শান্তির পথ খুঁজে বের করার ক্ষেত্রে ট্রাম্পের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের। পিএ এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে আগ্রহী।”

সূত্র : জিও টিভি

spot_img
spot_img

এই বিভাগের

spot_img