গাজ্জা যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাবনা পেশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই প্রস্তাবনার বিষয়ে মতামত জানাতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে এই হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্প বলেন, শান্তি চুক্তির এই নতুন প্রস্তাবনায় হামাসের সম্মতির জন্য আমরা অপেক্ষা করছি। আমরা তিন থেকে চারদিন অপেক্ষা করব। তারা যদি সম্মতি না জানায়, তাহলে ইসরাইল যা করা দরকার সব করবে।
তিনি বলেন, হামাস যদি এই চুক্তিতে সম্মত না হয়, তাহলে তাদের পরিণতি সুখকর হবে না।
হামাসের একটি সূত্রে স্কাই নিউজ জানিয়েছে, হামাস নতুন প্রস্তবনাকে ইতিবাচকভাবে নিচ্ছে।
আল-জাজিরায় ফিলিস্তিনের একটি বিবৃতি উল্লেখিত হয়েছে। সেখানে হামাস জানিয়েছে, তারা স্বাধীনতার পথ থেকে কখনোই সরে দাঁড়াবে না।
সূত্র : স্কাই নিউজ