জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মাদ ফজলুল হক বলেছেন, চব্বিশের ৫ই আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ছিল সিপাহী বিপ্লবের ধারাবাহিকতা। দেশ বিদেশে প্রকাশ্যে ও অন্তরালে অনেক ঘটনাই ঘটছে ও ঘটবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
মোহাম্মাদ ফজলুল হক বলেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন; আমি যাকে দিয়ে যে কাজ করাব, তাকে সেভাবেই গড়ে তুলব ও উপযুক্ত সাথী বানিয়ে দেব। তোমরা সালাত ও কল্যানকর কাজের দ্বারা আমার সাহায্য কামনা কর। দেশের কল্যাণে সবাই এগিয়ে আসুন।
তিনি বলেন, জাতীয় তরুণ সংঘ এক বিরাট গণসংগঠন। আমি ১১০টি দেশ সফর করেছি। এ পর্যন্ত ৫৩৩১০ টি মসজিদে নামাজ আদায় করেছি, বাংলাদেশে ৫০০ স্কুল, কলেজ, মাদ্রাসা, ক্লিনিক ও পাঠাগার জাতীয় তরুণ সংঘের নামে গড়ে তুলেছি। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর। ১৯৮৭ সনে জেসিস ইনটারন্যাশনাল কর্তৃক বিশ্বের সেরা যুবক পুরস্কার লাভ করেছি। এখনো সারা দেশ চষে বেড়াচ্ছি, জনহিতকর কাজ করছি।