ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নতুন করে হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গাজ্জায় অস্থায়ীভাবে (কথিত) হামলা বন্ধ করায় ইসরাইলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। যদিও ইসরাইলের হামলায় আজও ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির চুক্তি কার্যকরে হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এতে কোনো বিলম্ব তিনি সহ্য করবেন না।
শনিবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এ হুমকি দেন তিনি।
ট্রুথে ট্রাম্প দাবি করেন, “জিম্মি ও শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দিতে গাজ্জায় সাময়িকভাবে বোমা হামলা বন্ধ করেছে ইসরাইল, এর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। হামাসকে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে। নয়ত সব চেষ্টা ব্যর্থ হবে। আমি কোনো বিলম্ব সহ্য করব না, যা অনেকেই হবে বলে মনে করছেন। অথবা গাজ্জা আবারও হুমকির কারণ হয়ে উঠবে এমন কোনো কিছুও মানব না। চলুন চুক্তির কাজটি দ্রুত শেষ করি। সবার সাথে ন্যায়সঙ্গত আচরণ করা হবে।”
সূত্র: টাইমস অব ইসরাইল