ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আরোপ করা অবৈধ নৌ অবরোধ ভাঙতে ৪৫টি জাহাজে করে গাজ্জার দিকে গিয়েছিলেন প্রায় ৫০০ অধিকারকর্মী। গাজ্জা উপকূলে পৌঁছানোর আগে তাদের আন্তর্জাতিক জলসীমা থেকে ধরে নিয়ে যায় ইসরাইলের নৌবাহিনী। তাদের মধ্যে ছিলেন ইতালির সাংবাদিক লরেঞ্জো অগোস্টিনো। তিনি বার্তাসংস্থা আনাদোলুকে বলেছেন, “ইসরাইল আমাদের সঙ্গে বরবরদের মতো আচরণ করেছে। গত দুইদিন আমাদের কোনো সুপেয় পানি দেওয়া হয়নি। আমাদের অপদস্থ করতে যা প্রয়োজন তার সব করেছে তারা। আমাদের চোখ বাঁধা হয়, হাতে হ্যান্ডকাফ পরানো হয়। পর্যাপ্ত কাপড় দেয়নি এবং প্রচণ্ড ঠান্ডা ভ্যানের ভেতর আমাদের রাখা হয়।”
আজ শনিবার (৪ অক্টোবর) যে অধিকারকর্মীদের ইসরাইল আটক করেছিল তাদের মধ্যে ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে ইসরাইল। তাদের মধ্যে ছিলেন ইতালির সাংবাদিক লরেঞ্জো অগোস্টিনো।
তিনি জানিয়েছেন, ইসরাইল তাদের সঙ্গে ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ মতো আচরণ করেছে। তাদের ওপর প্রথম থেকে শেষ পর্যন্ত নির্যাতন চালানো হয়েছে।
“আমার মনে হচ্ছিল আমি যেন কোনো বর্বর জায়গায় আছি। আমি আশা করছিলাম এ বর্বরতা খুব দ্রুত শেষ হবে।”
এছাড়া তাদের আসোদ বন্দরে নেওয়ার পর ইসরাইলি উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গিভির সেখানে আসেন বলেও জানিয়েছেন লরেঞ্জো অগোস্টিনো। তিনি বলেন, “আমরা যখন আসোদ বন্দরে পৌঁছাই তখন বেন গিভির বন্দরের বাইরে ছিল। সে নিশ্চিত করছিল আমাদের সঙ্গে সন্ত্রাসীর মতো আচরণ করা হয়। কারণ তার ধারণা আমরা সন্ত্রাসী।”
সূত্র: আনাদোলু