সোমবার | ৬ অক্টোবর | ২০২৫

গাজ্জায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যা, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও এসব ত্রাণ দখলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্বের অনেক দেশ। ব্রিটেন, ইতালি, পর্তুগাল, স্পেনের মতো দেশগুলোর বিভিন্ন শহরে বিক্ষোভ করে লাখ লাখ মানুষ।

শনিবার (৪ অক্টোবর) লন্ডনে ফিলিস্তিনের পক্ষে ও ইসরাইলের গণহত্যা বিরুদ্ধে হওয়া বিক্ষোভ থেকে কমপক্ষে ৪৪২ জনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।

গাজ্জায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার প্রতিবাদে এদিন আয়ারল্যন্ডের রাজধানী ডাবলিনেও বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভে অংশ নেওয়া হাজারও মানুষ ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। জানা গেছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌ-বহর থেকে আটক করা মানবাধিকার কর্মীদের মধ্যে ১৬ জন আইরিশ নাগরিক রয়েছেন।

এদিকে ইসরাইলের বিরুদ্ধে স্পেনের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার ছাত্র-জনতা। দেশটির সাধারণ নাগরিকের সঙ্গে সহমত জানিয়ে হাজারও শিক্ষার্থী ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে। সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে বার্সেলোনা শহরে। প্রায় লাখো মানুষ এতে অংশ নেয়।

এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) ইতালিতে ব্যাপক আন্দোলন হয়, যেখানে বিশ লাখের বেশি মানুষ অংশ নেয়। ‘স্টপ দ্য ওয়ার ইন গাজ্জা’ শ্লোগানে রাজধানী রোমসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img