রবিবার | ৫ অক্টোবর | ২০২৫

আফগানিস্তানে আফিম চাষ বিলুপ্ত করতে জাফরান চাষের উদ্যোগ তালেবান সরকারের

আফগানিস্তান দীর্ঘদিন ধরেই আফিম চাষের কারণে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে। আফিম উৎপাদন কমানো এবং কৃষকদের বিকল্প জীবিকা নিশ্চিত করার জন্য ইমারাতে ইসলামিয়া এবার জাফরান চাষকে নতুন উদ্যোগ হিসেবে গ্রহণ করেছে। খাকরেজ, নিশ, মারুফ, দামান ও মিয়ান-এ-শিন জেলায় শুরু হওয়া এই চাষের মাধ্যমে সরকারের লক্ষ্য হলো আফগানিস্তানের কৃষি সংস্কৃতিতে বৈচিত্র্য আনা এবং স্থানীয় কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।

কান্দাহারের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগের মুখপাত্র মোহাম্মাদ হানিফ হাকমাল জানিয়েছেন, “এই বছর খাকরেজ, নিশ, মারুফ, দামান এবং মিয়ান-এ-শিন জেলায় জাফরান চাষ শুরু হয়েছে। এটি এমন একটি প্রোগ্রামের অংশ, যার উদ্দেশ্য বিকল্প জীবিকা নিশ্চিত করা এবং আফিম চাষ প্রতিহত করা।”

তিনি উল্লেখ করেন, “জাফরান চাষের মোট খরচ হয়েছে ৭,০৬০,০০০ আফগানি।”

তিনি জানান, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন সর্বাধিক করার জন্য দুই দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়েছে।

বিকল্প জীবিকার উদ্যোগের অংশ হিসেবে, আন্তর্জাতিক ড্রাগ কন্ট্রোল সংস্থা উপরের শাওয়ালিকোট, নীচের শাওয়ালিকোট, নিশ এবং মিয়ান-এ-শিন জেলায় পিস্তা বাগান স্থাপন করেছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img

এই বিভাগের

spot_img