বাশার আল আসাদ পরবর্তী সিরিয়ায় আংশিকভাবে প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দেশটির উচ্চ নির্বাচন কমিটির মুখপাত্র নাওয়ার নাজমাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ রবিবার কিছু নির্বাচনী এলাকায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এখন ভোট গণনা চলছে। গণনা শেষে সংবাদ সম্মেলন করে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
দামেস্কের জাতীয় গ্রন্থাগার কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণের পর দেশটির বিপ্লবোত্তর প্রেসিডেন্ট আহমদ শার’আ এই নির্বাচনকে দেশ পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশংসা করে তিনি বলেন, মাত্র কয়েক মাসের মধ্যেই সিরিয়া একটি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে, যা বর্তমান পরিস্থিতির জন্য উপযুক্ত। সিরীয়দের জন্য এই ঐতিহাসিক মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা, দেশ বিনির্মান ও সমৃদ্ধির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য অনেক আইন স্থগিত রয়েছে, যেগুলোর জন্য ভোটাভুটি করা প্রয়োজন।
সূত্র: আল জাজিরা