শুক্রবার | ১০ অক্টোবর | ২০২৫

শান্তিতে নোবেল জয়ীদের নাম ঘোষণা হবে শুক্রবার

আগামী শুক্রবার নরওয়ের অসলোতে ঘোষণা হবে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের। বাংলাদেশ সময় বেলা ৩টায় বিজয়ীর নাম জানাবে নোবেল কমিটি।

তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পুরস্কার পাচ্ছেন কিনা সেটি নিয়ে শুরু হয়েছে জল্পনাকল্পনা। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প কোনোভাবেই এই পুরস্কার পাবেন না।

ট্রাম্প দাবি করেছেন, তিনি আটটি সংঘাত সমাধানে কাজ করেছেন এবং ভারত-পাকিস্তানকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তার এসব প্রচেষ্টা দাবি অতিরঞ্জিত এবং অনেক নীতি আলফ্রেড নোবেলের শান্তি, সহযোগিতা ও নিরস্ত্রীকরণের আদর্শের বিপরীতে যায়।

সুইডিশ অধ্যাপক পিটার ওয়ালেনস্টিন মনে করেন, গাজ্জা সংকটসহ নানা বিতর্ক এখনো তাজা থাকায় ট্রাম্পকে এবার বেছে নেওয়া হবে না।

অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগারও বলেন, আন্তর্জাতিক সংস্থা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেওয়া, বাণিজ্য যুদ্ধ শুরু এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ; এসব কর্মকাণ্ড ট্রাম্পের শান্তির দাবির সঙ্গে সাংঘর্ষিক।

এ বছর শান্তি নোবেলের জন্য ৩৩৮ জন ব্যক্তি ও সংস্থা মনোনীত হয়েছেন। সম্ভাব্য প্রার্থীর তালিকায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও আছেন।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img