তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী আজ দিল্লিতে পৌঁছেছেন। তিনি এক সপ্তাহব্যাপী ভারত সফরে এসেছেন। মাওলানা মুত্তাকির সফরের মধ্যে রয়েছে দারুল উলূম দেওবন্দ দারসালা পরিদর্শন এবং তাজমহল দর্শন।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার ক্ষমতা গ্রহণের পর দেশটির ভারতের প্রতি উচ্চ পর্যায়ের এটি প্রথম সফর। সফরের সময় মাওলানা মুত্তাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বিস্তৃত আলোচনা করবেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইটিভি ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক্স-এ বলেন, ‘আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকিকে দিল্লিতে স্বাগত জানাচ্ছি। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে ফলপ্রসূ আলোচনা আশা করছি।’