শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

দু’দিনে ১০ বারের বেশি শার’আ সরকারের চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে কুর্দি প্রভাবিত এসডিএফ

গত দু’দিনে ১০ বারের বেশি আহমদ শার’আ সরকারের সাথে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে কুর্দি প্রভাবিত বাহিনী এসডিএফ (সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টারও কম সময়ে ১০ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এসডিএফ। দেশের বিভিন্ন জায়গায় সেনা অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। আজকেও তারা হালবের (আলেপ্পো) পূর্বাঞ্চলে তিশরিন বাঁধের নিকটে মোতায়েনকৃত সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্যে করে হামলা চালায়।

বিবৃতিতে আরো বলা হয়, এসডিএফ সব জায়গায় দুর্গ নির্মাণ ও মজবুত ঘাঁটি তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। আমরা হালবে (আলেপ্পো) সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাদের উস্কানিমূলক কার্যক্রমও পর্যবেক্ষণ করেছি।

এর আগে গত সোমবার (৬ অক্টোবর) সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সংঘর্ষের পর আহমদ শার’আর সরকারের সাথে পুনরায় যুদ্ধবিরতিতে পৌঁছেছিলো কুর্দি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী ওয়াইপিজি দ্বারা নিয়ন্ত্রিত ও আমেরিকার মদদপুষ্ট বাহিনীটি। তাদের (এসডিএফ) কমান্ডার মাজলুম আবদি আহমদ শার’আর নেতৃত্বাধীন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরার সাথে পূর্বের অঙ্গীকার নিয়ে চুক্তি সম্পাদন করেছিলেন।

এছাড়া বুধবার (৮ অক্টোবর) সিরিয় পররাষ্ট্রমন্ত্রী আসাদ শাইবানীর সাথে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সিরিয়ার পরিস্থিতি বিবেচনায় এর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উচিত নয় তুরস্ক ও উক্ত অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠা।

তিনি আরো বলেছিলেন, এসডিএফ (সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স) এর উচিত আইএসআইএসের বিরুদ্ধে যুদ্ধের নামে বিভাজনমূলক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা পরিহার করা। তাদেরকে অবশ্যই এটি পরিহার করতে হবে।

ইতোপূর্বে তুরস্কের গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এসডিএফের উপর ওয়াইপিজির আধিপত্য রয়েছে, যা কুর্দি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী পিকেকের সিরিয় শাখা।

সংবাদমাধ্যমের তথ্যমতে, গত ১০ মার্চ, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শার’আ মার্কিন মদদপুষ্ট কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম সশস্ত্র দল এসডিএফকে রাষ্ট্রীয় বাহিনীর সাথে একীভূত করে নেন। এজন্য তাদের সাথে একটি চুক্তিও সাক্ষর করেন। চুক্তিতে এসডিএফ ও ওয়াইপিজে সহ কুর্দিদের সশস্ত্র এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী দলগুলো সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ও যেকোনো ধরণের বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনা থেকে বিরত থাকার অঙ্গীকার করে। তবে চুক্তি সত্ত্বেও গোষ্ঠীটি ইতোমধ্যে একাধিকবার চুক্তি লঙ্ঘন করেছে।

সূত্র: আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ