আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষে নিহত পাক সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
রোববার (১২ অক্টোবর) সামা টিভি এ তথ্য জানায়।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে কোনো আপস হবে না।
সেই সাথে, যেকোনো প্ররোচনামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার ক্ষেত্রে পাকিস্তান দৃঢ় অবস্থান নেবে বলেও জানান শাহবাজ শরীফ।