শুক্রবার, মে ৯, ২০২৫

করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

spot_imgspot_img

ভারতের উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন আজ বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভার্চুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে তা শুরু হবে।

তিনি আভাস দিয়ে বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি সারাদেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হতে পারে।

তিনি বলেন, প্রাণঘাতী ভাইরাস নিয়ন্ত্রণে সফল হয়েছে বাংলাদেশ। টিকাদানের ক্ষেত্রেও আমরা সফল হবো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img