সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

রাশিয়ায় সিরিয়ার প্রেসিডেন্ট; ফেরত চাইবেন বাশার আল আসাদকে

প্রথমবারের মত রাশিয়া সফর করছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ শা’রা আল জুলানী। সেখানে তিনি সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদকে ফেরত চাইবেন।

বুধবার (১৫ অক্টোবর) তিনি রাশিয়ায় পৌঁছান।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

সিরিয়ান ওই কর্মকর্তা বলেন, শা’রা রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধকারী এবং রাশিয়ায় বসবাসকারী সকল ব্যক্তিকে, বিশেষ করে বাশার আসাদকে, তাদের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করবেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করার জন্য আমহদ শা’রা মস্কোয় পৌঁছেছেন।

ক্রেমলিন জানিয়েছে, বুধবার মস্কোতে আলোচনার সময় পুতিন সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটির ভাগ্য নিয়ে শারা’র সঙ্গে আলোচনা করবেন।

উল্লেখ্য, সিরিয়ায় রাশিয়ার দুটি প্রধান সামরিক ঘাঁটি রয়েছে, লাতাকিয়া প্রদেশে হামেইমিম বিমান ঘাঁটি এবং উপকূলে তারতুসে একটি নৌঘাঁটি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ