সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

৪৮ ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান ও আফগানিস্তান

দ্বিতীয় বারের মতো সংঘর্ষে জড়িয়ে অবশেষে ৪৮ ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্য ও দক্ষিণ এশিয়ার দুই মুসলিম দেশ ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও পাকিস্তান।

বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দেয়।

বিবৃতিতে জানানো হয়, কাবুল ও ইসলামাবাদ দু’পক্ষই আলোচনার লক্ষ্যে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আমরা উভয় পক্ষই আলোচনার মাধ্যমে এই জটিল কিন্তু সমাধানযোগ্য অচলাবস্থা সমাধানের আন্তরিক প্রচেষ্টা চালাবো। পাকিস্তান স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা (বাংলাদেশ- ৭:০০) থেকে ৪৮ ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সৌদি-কাতারের অনুরোধে সাময়িক যুদ্ধের ইতি টানা পাকিস্তান ও আফগানিস্তান সম্প্রতি মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত থেকে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের স্পিন বোলদাক এবং পাকিস্তানের চামান জেলা জুড়ে অবস্থিত প্রত্যন্ত সীমান্ত এলাকায় গত রাত থেকে আজ বিকাল পর্যন্ত সংঘর্ষ চলমান থাকে। এতে কয়েক ডজন হতাহতের ঘটনাও ঘটে।

পুনরায় সংঘর্ষ শুরুর জন্য আফগানিস্তান পাকিস্তানকে দায়ী করে। দেশটির মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক এক্স বার্তায় জানান, পাকিস্তান হালকা ও মাঝারি অস্ত্র দিয়ে মঙ্গলবার রাতে আফগানিস্তানে প্রথমে হামলা শুরু করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে।

তিনি আরো জানান যে, পাকিস্তানের হামলায় ১২ জন বেসামরিক আফগান নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন। এর জবাবে আফগান সেনারা পাল্টা হামলা শুরু করে এবং নিরীহদের প্রাণ নেওয়া বিপুল সংখ্যক পাকিস্তানি সেনাকে হত্যা করে। তাদের চৌকি ও স্থাপনা ধ্বংস করে। ভালো পরিমাণ অস্ত্রশস্ত্র ও ট্যাংক জব্দ করে।

অপরদিকে পাকিস্তানও আফগানিস্তানকে দায়ী করে বিবৃতি দেয়। বিবৃতিতে দাবী করা হয় যে, আফগান সেনারাই প্রথমে পাক সীমান্তের কিছু সামরিক চৌকিতে গুলিবর্ষণ করে। রয়টার্সের প্রতিবেদনে এও বলা হয় যে, আফগানিস্তানের শুরু করা হামলায় ৬ পাকিস্তানি সেনাও নিহত হয়।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ