সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে সম্মত পাকিস্তান-আফগানিস্তান: মাওলানা ইয়াকুব

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, “পাকিস্তান ও আফগানিস্তান উভয়ই সংলাপের মাধ্যমে বিরোধ সমাধান এবং শত্রুতামূলক কার্যক্রম এড়িয়ে চলার বিষয়ে সম্মত হয়েছে।”

আল জাজিরা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

মাওলানা ইয়াকুব বলেন, “আমরা একাধিকবার বলেছি যে পাকিস্তানের সমস্যা মূলত তাদের অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত এবং এতে আফগানিস্তানের কোনো সম্পৃক্ততা নেই।”

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহারকে অনুমোদন করে না।

পাকিস্তানের সঙ্গে চলমান সংঘর্ষ সম্পর্কে তিনি বলেন, আফগানিস্তানের পদক্ষেপ আক্রমণাত্মক নয়, বরং সীমান্ত রক্ষার জন্য প্রতিরক্ষামূলক।

পাকিস্তানের সঙ্গে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত তিনি আশা প্রকাশ করেন, তুরস্ক ও কাতার এর বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img