ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে গত এক বছরে উদ্ধার করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে তালেবান প্রশাসন।
বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধ্বংস করা এসব মাদকের মধ্যে ছিল ১,২৬৪ কেজি আফিম, ১১০ কেজি হাশিশ, ৯৫ কেজি ক্রিস্টাল মেথ, ৪২ কেজি হেরোইন, ২৫ হাজারেরও বেশি নেশাজাতীয় ট্যাবলেট, ৪৫৯ লিটার মদ্যপানীয়সহ অন্যান্য নিষিদ্ধ পদার্থ।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আফগান সরকার দেশের ভেতরে মাদকবিরোধী অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সরকার মাদকদ্রব্যের চাষ, পাচার ও বাণিজ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে এবং এ বিষয়ে কঠোর পদক্ষেপ অব্যাহত রয়েছে।
সূত্র: হুরিয়াত রেডিও