গত দুই মাসে ৫৬টি জোরপূর্বক বিয়ে ঠেকিয়ে দিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
আফগানিস্তান পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খায়বার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত চার বছরে প্রায় সাত হাজার জোরপূর্বক বিয়ের ঘটনা প্রতিরোধ করা হয়েছে। এবং এসব নারীরা যেন নিজেদের ইচ্ছেমতো ও স্বাধীনভাবে বিয়ে করতে পারে সে বিষয়টিও নিশ্চিত করা হয়েছিল।
স্থানীয় আলেম মাওলানা হাসিবুল্লাহ হানাফী বলেন, জোরপূর্বক বিয়ে ইসলাম এবং আফগান ঐতিহ্যবিরোধী।
উল্লেখ্য, তালেবান নেতৃত্বাধীন সরকারের অধীনে ২০২১ সালে পুনর্গঠিত হওয়া এই মন্ত্রণালয়টি সামাজিক অনুশাসন ও ধর্মীয় নীতি বাস্তবায়নে নিয়োজিত। মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মীরা নিরলসভাবে কাজ করে এসব অন্যায় বিয়ে ঠেকাতে সক্ষম হয়েছেন। নারীদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার মতো ঘটনা ইসলাম ও মানবাধিকারের পরিপন্থী বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই ধরণের ঘটনা কঠোরভাবে প্রতিরোধ করছে মন্ত্রণালয়টি।
সূত্র: তোলো নিউজ









