ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রী নিদা মুহাম্মাদ নাদিম বলেছেন, ইসলামী মূল্যবোধ ও জাতীয় সংস্কৃতির ভিত্তিতে নতুন শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা হয়েছে।
আফগানিস্তানের হেলমান্দ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আফগান উচ্চশিক্ষা মন্ত্রী বলেন, ইমারাতে ইসলামিয়া প্রদত্ত অঙ্গীকারসমূহ বিশেষ করে শিক্ষা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। আফগান স্কলার ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সহযোগিতায় ইসলামী মূল্যবোধ ও জাতীয় সংস্কৃতির ভিত্তিতে এবং শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যসামগ্রী ও শিক্ষা ব্যবস্থাকে সফলভাবে মানসম্মত করা হয়েছে।
আফগান উচ্চশিক্ষা মন্ত্রী আরও বলেন, বিদ্যমান মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রামের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে শিগগিরই নতুন উচ্চশিক্ষা কর্মসূচি চালু করা হবে। এতে দেশের শিক্ষা খাত আরও আত্মনির্ভরশীল হবে।
অনুষ্ঠানে হেলমান্দ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট শাইখুল হাদীস মুফতী মুহাম্মাদ শরিফুল্লাহ আবু আহমাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সূত্র: আরটিএ









